রাত ১১:০৫ বৃহস্পতিবার ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে কী বললেন তামিম

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
জাতীয় দলের হয়ে তামিম ইকবালের মাঠে ফেরাটা এখনো রয়েছে অনিশ্চয়তার মধ্যেই। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আলোচনায় তামিম। বিপিএল শেষে বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন অভিজ্ঞ এই ওপেনার- এমনটাই আগে জানানো হয়েছিল। অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠক সম্পন্ন হয়েছে রোববার (১০ মার্চ) রাতে।
গুরুত্বপূর্ণ সেই বৈঠকে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে তারা তামিমের কথা শুনেছেন এবং তামিমও নিজের অবস্থান তাদের কাছে তুলে ধরেছেন। অভিজ্ঞ এই ওপেনারের বক্তব্য বিসিবি সভাপতির কাছে তুলে ধরবেন বিসিবির সেই কর্মকর্তারা। দুই-একদিনের মধ্যে বোর্ড আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।
জানা যায়, গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তামিম তার আগের কথাই নতুন করে বলেছেন। পূর্বের কথাগুলোই আবারও তুলে ধরেছেন তামিম- এখন পর্যন্ত এমনটিই জানা গেছে। এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে উদ্যোগী।
উল্লেখ্য, বিপিএল ফাইনালে তামিম ইকবাল বলেছিলেন, তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছু করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *